বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

দিন শেষে মানুষ

দিন শেষে আমরা সবাই মানুষ।একদিকে সমাজে উচ্চপদস্থ চাকরিজীবী ব্যক্তিটি যেমন মানুষ তেমনি সকলের মাঝে মিশে থাকা খুনি ব্যক্তিটিও মানুষ।
আজকাল একটি কথা অনেকের মুখেই শোনা যাচ্ছে।কথাটি এমন,
--"তোমার জগতে আমি নিকৃষ্ট কিন্তু আমার জগতে আমিই শ্রেষ্ঠ।"
কথাটি আমার বেশ ভালো লেগেছে।উক্ত উক্তিটি নিয়ে চিন্তা করে দেখলাম এর ওজন নিতান্তই কম নয়।বেশ শক্তি রয়েছে এর মাঝে।
ধরা যাক একদিকে পরিবারের দায়িত্ব নেওয়া এক ব্যক্তি আর অন্যদিকে মাতাল-নেশায় আসক্ত এক ব্যক্তি।আচ্ছা বলুন তো কোন ব্যক্তিটি ভালো?হয়তো আপনারা অনেকেই বলবেন,
--"অবশ্যই পরিবারের দায়িত্ব নেওয়া ব্যক্তিটি।"
কিন্তু আমার উত্তর হবে কিছুটা ভিন্ন।আমি বলবো তারা দুজনেই তাদের নিজ নিজ জগতে শ্রেষ্ঠ মানব।
পরিবারের দায়িত্ব নেওয়া ছেলেটি যদি তার দায়িত্ববোধকে অনুভব করতে না পারতো তাহলে সে কোনদিনই তার নিজের জগতে শ্রেষ্ঠ হতে পারতো না৷কারণ সে মনে করে পরিবারের দেখাশোনা করা তার দায়িত্ব ও কর্তব্য, তাই সে শ্রেষ্ঠ।
তেমনই নেশাখোর ব্যক্তিটি যখন নেশার ঘোরে ডুবে থাকে তখন নিজেকে রাজা বলে ভাবতে শুরু করে হয়তো।নেশাগ্রস্ত অবস্থায় তার ভাবনার জগৎটি কিন্তু মিথ্যে নয়।তার জগতে নেশার সামগ্রী হয়তো পবিত্র কোন জিনিসের সমতুল্য।অবশ্য এটি আমার নিজস্ব মতামত। 

এখন আসা যাক খুনি ও চাকরিজীবী এর বিষয়ে।আমি তাদের পারিবারিক জীবন নিয়ে বলার চেষ্টা করি।

একটি লোক বেশ ভালো বেতনের চাকরি করে।পরিবার বলতে মা,এক মেয়ে এবং তার স্ত্রী।যাকে বলে, "হ্যাপি ফ্যামিলি"।যখন লোকটি সারাদিন পর অফিসের কাজ শেষে বাড়ি ফিরে আসে তখন তার মেয়ের মতো খুশি কেউ হয়না।ঘুমাবে বাবার কাছে,খাবার খাবে বাবার কোলে বসে,বাবার কর্মকান্ড নকল করবে।এক কথায় বাবা অন্ত প্রাণ।আর লোকটির কাছেও পৃথিবী বলতে তার মেয়ে।

এতো বললাম সভ্য জগতের কথা।এবার আসা যাক মানুষের ভিড়ে মিশে থাকা খুনির জীবন সম্পর্কে।

এলাকার গুন্ডাদের একজন সম্মানিত সদস্য।সারাদিনের নানারকম অপকর্মের পর যখন বাড়িতে ফিরে আসে তখন নিজেকে যতোটা সম্ভব সভ্য হিসেবে পরিবারের সামনে প্রদর্শন করানোর চেষ্টা করে।চার বছরের নেঙটো ছেলেটি বাবার দিকে ফ্যাল-ফ্যাল করে তাকিয়ে থাকে।বাবা যখন ছেলেটিকে কোলে তুলে নেয় তখন শুধু খিল খিল করে হাসির শব্দ পাওয়া যায়।তখন সেই বাবার মাঝে খুনি সত্তাটির কোন অংশ অবশিষ্ট থাকে কি?হয়তো নয়।

এখানে উভয় ব্যক্তিরই কিন্তু এক আলাদা জগৎ রয়েছে যেখানে তারা উভয়েই এক।তারা দুজনেই পিতা।তাই বলে এমন নয় যে, আমি খুনকে মহান পেশা হিসেবে দেখাতে চাচ্ছি।অবশ্যই খুন একটি অতোন্ত ঘৃণ্য কাজের অন্তর্ভুক্ত।কিন্তু আমি এখানে প্রতিটি ব্যাক্তির এক অভিন্ন জগতের খোজে রয়েছি।

আমরা প্রতিটি মানুষকে এক দিক থেকে বিবেচনা করি।কয়েকটি ভাগ রয়েছে আমাদের কাছে।যেমন ভালো,খারাপ,নির্বোধ,চালাক।আমরা এই কয়েকটি বৈশিষ্ঠ দিয়ে প্রতিটি মানুষকে বিবেচনায় এনে থাকি।কিন্তু মানুষের মনোজগৎটি বেশ জটিল যা আমি এর আগের কয়েকটি লিখায় বলেছি।
আমার মতে প্রতিটি মানুষের একটি সুন্দর মন রয়েছে।কিন্তু সম্পূর্ণ রুপে সকলে সেই মনকে অনুধাবন করতে পারেনা।
আমার এইসব কথা হয়তো ভিত্তিহীন, হয়তো পাগলের মতো উল্টোপাল্টা বলে যাচ্ছি।কিন্তু আমার দেখার ধরণ এরকমই।অনেকে বলতে পারেন যে আমি অন্যায়ের পক্ষে কথা বলছি।আমি এটুকু বলবো,
--"কোন খুনী যদি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পরে তাহলে তো হলোই।কিন্তু যদি ধরা না পরে তাহলে এটুকু আশা রাখতে পারি, হয়তো তার বাচ্চাদের দিকে তাকিয়ে তার ভেতরের অনুশোচনা বোধ জেগে উঠবে।"

#শেষ_বেলা

এটিও কোন এক পোষ মাসের গল্প। আমার স্মৃতি শক্তি ম্লান হয়ে আসছে। এখন আর সকল কিছু ঠিকমতো মনে করতে পারি না। কতো শত গল্প যেন ঘন কুয়াশার আড়ালে আত্ম...